ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির হেমেট শহরের ওয়েস্ট ভ্যালি হাই স্কুলে সংঘটিত মারামারির ঘটনায় তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
গত ১২ নভেম্বর স্কুল ক্যাম্পাসে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সহিংস ঝগড়া বাধলে নিরাপত্তাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে তাদের আলাদা করে ফেলে। এক শিক্ষার্থী minor আঘাত পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর সাক্ষীদের জবানবন্দি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। ঘটনাটিতে দুইজন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিভারসাইড কাউন্টি জুভেনাইল হলে পাঠানো হয়েছে।
মারামারির কারণ এখনো স্পষ্ট নয়। তবে হেমেট পুলিশ জানিয়েছে, ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর একজন শিক্ষার্থী মারা গেছে—এমন গুজবও ছড়ানো হয়, যা সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছে পুলিশ।
তদন্তকারীরা আরও জানিয়েছেন, সামাজিক মাধ্যমে প্রতিশোধমূলক হামলার হুমকির কথাও তারা জেনেছেন। ১৪ নভেম্বর স্কুলে একটি নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া গেলেও পরে সেটি ভিত্তিহীন বলে নিশ্চিত হয় পুলিশ।
এক বিবৃতিতে হেমেট পুলিশ বলেছে, “এই ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়ানো বহু ভুল তথ্য সম্পর্কে আমরা অবগত এবং সেগুলো পর্যবেক্ষণ করছি। ভুল তথ্য ছড়ানো কখনোই নিরীহ নয়; এতে জরুরি নিরাপত্তা কর্মীরা ভুল পথে ব্যস্ত হয়ে পড়ে এবং মারাত্মক পরিণতি ঘটতে পারে। প্রতিটি তথ্য, অভিযোগ বা সন্দেহ আমরা গুরুত্ব সহকারে তদন্ত করি।”
পুলিশ আরও জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে।
ঘটনা সম্পর্কে কারও কাছে অতিরিক্ত তথ্য থাকলে হেমেট পুলিশ ডিপার্টমেন্ট বা স্কুলের রিসোর্স অফিসারদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম