লস এঞ্জেলেস

চিনো হিলসের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা; আহত ৮

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির চিনো হিলসে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে, এতে আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কর্মকর্তারা কেটিএলএ–কে নিশ্চিত করেছেন। শনিবার বিকেল ৪টার কিছু আগে ৪২২২ সিয়েরা ভিস্তা ড্রাইভের বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পেয়ে শেরিফের ডেপুটিরা এবং চিনো ভ্যালি ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছায়। সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ দপ্তর জানায়, বিস্ফোরণটি ঘরের একটি গ্যাস লিক থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের শক্তিতে আশেপাশের আরও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের বাসিন্দাদের সিয়েরা ভিস্তা ড্রাইভ থেকে ডেল নর্তে অ্যাভিনিউ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা অ্যান্ড্রু হুইন কেটিএলএ–কে বলেন, “হঠাৎই একটা বড় ধরনের বিস্ফোরণের শব্দ হলো। মনে হলো বোমা ফাটল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর গাড়ির অ্যালার্ম আর মানুষের চিৎকার শোনা গেল।” ঘটনার ছবি থেকে দেখা যায়, বাড়ির সামনের অংশ প্রায় ধ্বংস হয়ে গেছে এবং আগুন পাশের বেড়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বাড়ির ড্রাইভওয়েতে কমপক্ষে চারটি গাড়ি ছিল, যা বিস্ফোরণে ছিটকে আসা ধ্বংসাবশেষে ঢেকে যায়। এমনকি একটি টেডি বেয়ারও ধ্বংসাবশেষের মধ্যে পাওয়া গেছে। হুইন জানান, বিস্ফোরণের পর তার সামনের বাড়িতে থাকা প্রতিবেশী খালি পায়ে তার সন্তানদের নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন, তাদের কুকুরগুলোও রাস্তায় ছুটোছুটি করছিল। তিনি বলেন, “এরপরই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে এবং পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে ওঠে।” এক মাইল দূর থেকেও বিস্ফোরণের কম্পন অনুভূত হয়। প্রতিবেশী কার্লোস নাভারো বলেন, “আমি ভেবেছিলাম ভূমিকম্পের আফটারশক। কারণ এত দ্রুত আর এত জোরে হলো যে আতঙ্কিত হয়ে পড়েছিলাম।” কর্তৃপক্ষ জানায়, আহতদের বয়স বা পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। চারজন নিজে থেকে হাসপাতালে যান এবং চারজনকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। কেউই প্রাণঘাতী আহত নন। দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সক্রিয় গ্যাস লিক শনাক্ত করেন। চিনো ভ্যালি ফায়ার ব্যাটালিয়ন চিফ জন ক্রাইপ জানান, “বর্তমানে ১৬টি বাড়ি খালি করা হয়েছে। গ্যাস কোম্পানি ঘটনাস্থলে আছে, আমরা তাদের সঙ্গে মিলে গ্যাস লাইন বিচ্ছিন্ন করার কাজ করছি।” ঘটনার তদন্ত চললেও কিছু প্রতিবেশী জানিয়েছেন, এই বাড়িতে এমন ঘটনা ঘটায় তারা অবাক নন, কারণ বাসিন্দারা আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে ছিলেন। প্রতিবেশী অ্যাড্রিয়েন অ্যালভারেজ বলেন, তিনি বাড়িটির লোকজনকে খুব কম দেখেন এবং সামাজিক সেবাকর্মীদের সেখানে আসতে দেখেছেন। “ওদের বাড়িতে সবসময়ই সমস্যা লেগেই থাকে,” তিনি জানান। হুইনও তার প্রতিবেশীদের বক্তব্য সমর্থন করে বলেন, “গ্যাস লিক ছিল, এটা নিশ্চিত। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে এখানে পুলিশ বহুবার এসেছে, কয়েকজনকে আটক করেছে, কিন্তু কিছুই হয়নি। আর হঠাৎ করেই পুরো বাড়ি উড়ে গেল।”

এলএবাংলাটাইমস/ওএম