ক্যালিফোর্নিয়ার চিনো হিলস এলাকায় রবিবার এক বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু আহত হয়েছে। সন্দেহ করা হচ্ছে, গ্যাস লিক থেকেই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাত এক মাইল দূর পর্যন্ত অনুভূত হয়েছে এবং আশপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিকেল ৪টার কিছু আগে ৪২২২ সিয়েরা ভিস্তা ড্রাইভের বাড়িটিতে আগুন লাগার খবর পেয়ে শেরিফ বিভাগের সদস্য ও চিনো ভ্যালি ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
সান বারনার্ডিনো কাউন্টি শেরিফ বিভাগের এক মুখপাত্র জানান, বিস্ফোরণের কারণ সম্ভবত বাড়ির গ্যাস লিক। বিস্ফোরণে আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়, ফলে সিয়েরা ভিস্তা ড্রাইভ থেকে ডেল নর্তে অ্যাভিনিউ পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে নিতে হয়।
প্রতিবেশীরা জানান, প্রথমে তারা প্রবল শব্দ ও কম্পন অনুভব করেন, এরপরই চিৎকারের শব্দ শোনা যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, পরিবারের কিশোরী মেয়ে মাথায় পোড়া দাগ নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে।
পরিবারের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে স্থানীয় টিভি স্টেশন কেটিএলএ জানায়, বাড়ির ভেতরে থাকা কয়েকজন দ্বিতীয় ও তৃতীয় ডিগ্রির দগ্ধ হয়েছেন এবং সবচেয়ে ছোট দুই শিশুকে তাদের আঘাতজনিত জটিলতার জন্য ইন্টিউবেট করা হয়েছে।
প্রতিবেশী মারিয়েল লুবাক বলেন, “আমরা তার সাথে কথা বলছিলাম, তিনি আমার পাশের বাড়ির প্রতিবেশী। তিনি স্পষ্টতই শকে ছিলেন এবং তার ছোট সন্তানদের জন্য উদ্বিগ্ন ছিলেন। তবে তিনি বলেন, কেউ নাকি তাদের বের করে এনেছে।”
অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের সঠিক কারণ তদন্তে রয়েছে। তবে এক প্রতিবেশী জানান, পরিবারটি বাড়িতে ফিরে এসে আলো জ্বালাতেই বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, আশপাশের কয়েকটি বাড়ি ও গাড়ির জানালা বিস্ফোরণের শক্তিতে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনী পূর্বেও একাধিকবার ওই বাড়িতে এসেছে। শেরিফ কর্মকর্তারা কেটিএলএ-কে জানান, একই দিনে তারা বাড়িটিতে একটি অসংশ্লিষ্ট বিষয়ে গিয়েছিলেন।
লুবাক বলেন, “সেদিন কিছু ছোটখাটো গোলযোগ হয়েছিল, তাই তারা এসে খোঁজ নিয়েছিল। তিনি খুবই খোলামেলা মানুষ, সবকিছুই বলেন। তারা আমার কাছে খুব ভালো প্রতিবেশী।”
পরিবারটির প্রতি উদ্বিগ্ন কিছু প্রতিবেশী তাদের চিকিৎসা ব্যয় ও বাড়ির ক্ষয়ক্ষতি মেরামতের জন্য একটি গোফান্ডমি সহায়তা ফান্ড চালু করেছেন।
এলএবাংলাটাইমস/ওএম