উত্তর ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় ফুটবল কোচ জন বিমকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২৭ বছর বয়সী সেড্রিক আরভিং জুনিয়র হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। গত সপ্তাহে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি এ কথা স্বীকার করেন বলে বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে।
১৩ নভেম্বর দুপুর ১২টার আগে ওকল্যান্ডের লেনি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ২০০৪ সাল থেকে কলেজের ফুটবল দলে বিভিন্ন দায়িত্বে কাজ করছিলেন জন বিম। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, আরভিং পরিকল্পিতভাবেই বিমকে মাথায় গুলি করেন।
ঘটনার পর পুলিশ বিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। ওকল্যান্ড ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিকরা তাকে হাসপাতালে নেন। ৬৬ বছর বয়সী এ কোচ পরদিন সকাল ১০টায় মারা যান।
ঘটনার একই সকালে সান লিয়ান্দ্রো বার্ট স্টেশন থেকে আরভিংকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক্স হত্যায় ব্যবহৃত অস্ত্রের সঙ্গে মিল পেয়েছে। জিজ্ঞাসাবাদে আরভিং স্বীকার করেন যে অস্ত্রটি তার এবং তিনি সেটি দিয়ে বিমকে গুলি করেছেন।
সোমবার আলামেডা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, আরভিংয়ের বিরুদ্ধে হত্যাসহ আরও ১০টি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে।
বে এরিয়ার কিংবদন্তি কোচ জন বিম ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেনি কলেজ ফুটবল দলের প্রধান কোচ ছিলেন। অবসরের পরও তিনি ২০০৬ সাল থেকে অ্যাথলেটিক ডিরেক্টরের দায়িত্ব পালন করছিলেন। তিনি তরুণ খেলোয়াড়দের কাছে পিতৃতুল্য একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। নেটফ্লিক্সের জনপ্রিয় ডকুমেন্টারি সিরিজ Last Chance U-এর পঞ্চম সিজনে তাকে কেন্দ্র করে গল্প গড়ে ওঠায় তিনি জাতীয় খ্যাতি পান।
শিকাগো বেয়ার্স কর্নারব্যাক ন্যাশন রাইট ২০১৮ সালে বিমের অধীনে জুনিয়র কলেজ ফুটবলে খেলেছিলেন। তিনি বলেন, “তিনি সবসময় আমাকে দেখতেন। মৃত্যুর আগের রাতেও আমাকে ফোন করে বলেছিলেন, প্রতিটি খেলায় আমি যেন একটা ইন্টারসেপশন পাই—আজও আমি জানি তিনি আমার সাথে ছিলেন।”
বিমের হত্যাকারী সম্পর্কে খুব কমই জানা যায়। ১৪ নভেম্বর—যেদিন তাকে গ্রেপ্তার করা হয়, সেদিনই ছিল তার ২৭তম জন্মদিন। জানা গেছে, আরভিং স্কাইলাইন হাই স্কুলে ফুটবল খেলতেন, যেখানে জন বিম একসময় কোচিং করিয়েছিলেন, যদিও আরভিং কখনও তার অধীনে খেলেননি। পুলিশ জানিয়েছে, তারা একে অপরকে চিনতেন, তবে সম্পর্কের প্রকৃতি এখনো স্পষ্ট নয়।
বর্তমানে আরভিংকে জামিন ছাড়া সান্তা রিটা জেলে রাখা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। অভিযোগ প্রমাণিত হলে তিনি ৫০ বছর থেকে আজীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
এলএবাংলাটাইমস/ওএম