দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বর্ষাকাল এখনো শেষ হয়নি। সামনে আরও কয়েকদিন আবহাওয়া অস্থিতিশীল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত থাকবে। তবে বুধবার থেকে কিছুটা রোদ এবং শুষ্ক আবহাওয়া ফিরবে। কিন্তু এই স্বস্তিও অল্প সময়ের—কারণ বৃহস্পতিবার বিকেল থেকে নতুন আরেকটি ঝড় আছড়ে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। সপ্তাহের শেষ দিকে আসা এই ঝড় থেকে অতিরিক্ত ০.২৫ থেকে ০.৭৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
সপ্তাহের শেষে আবহাওয়া আবার শুকনো ও রৌদ্রোজ্জ্বল থাকবে।
আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবার যে ঠাণ্ডা ফ্রন্ট আর্দ্রতা নিয়ে এসেছে, তা রাতের মধ্যেই এলাকা ছাড়বে। মঙ্গলবার সকাল ও বিকেলে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।
মঙ্গলবারের আবহাওয়া (Tuesday Weather)
লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টি:
মঙ্গলবার ৩০% সম্ভাবনায় বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৫৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ৪৭ ডিগ্রি ফারেনহাইট। বুধবার আকাশ পরিষ্কার থাকবে, তবে বৃহস্পতিবার ও শুক্রবার আবার বৃষ্টি নামতে পারে।
ভ্যালি ও ইনল্যান্ড এম্পায়ার:
মঙ্গলবার ৪০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৬০ ডিগ্রি এবং সর্বনিম্ন ৪৪ ডিগ্রি ফারেনহাইট। বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার বৃষ্টি থামবে।
সৈকত এলাকা:
মঙ্গলবার সামান্য বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৫৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ৪৯ ডিগ্রি ফারেনহাইট। বুধবার আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি ফিরতে পারে।
পাহাড়ি অঞ্চল:
মঙ্গলবার অত্যন্ত ঠাণ্ডা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি ফারেনহাইট। বৃষ্টির পাশাপাশি ৫,০০০ ফুট উচ্চতায় আধা ইঞ্চি তুষারপাতও হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পুনরায় তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে।
মরুভূমি এলাকা:
মঙ্গলবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৪ এবং সর্বনিম্ন ৪০ ডিগ্রি ফারেনহাইট। বৃহস্পতিবার ও শুক্রবার আবার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহজুড়ে আবহাওয়া পরিবর্তনশীল থাকবে, তবে সপ্তাহান্তে আবার স্বাভাবিক রোদেলা পরিবেশ ফিরবে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম