লস এঞ্জেলেস

সিমি ভ্যালিতে লক্ষ্য করে গুলি: দম্পতি নিহত

ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালির শান্তিপূর্ণ উড র‍্যাঞ্চ পাড়ায় রবিবার দুপুরে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। নিজেদের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক দম্পতি, যাদের বয়স ছিল ৬০-এর দশকে—এ তথ্য নিশ্চিত করেছে সিমি ভ্যালি পুলিশ ডিপার্টমেন্ট। রবিবার দুপুরের ঠিক আগে হকস বিল প্লেসের ৫০০ নম্বর ব্লকে একাধিক গুলির শব্দের খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা দেখতে পান বাড়ির ড্রাইভওয়েতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক নারী ও এক পুরুষ। দু’জনের শরীরে ছিল একাধিক গুলির চিহ্ন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত দু’জনেই মারা যান। পুলিশ জানায়, হামলাকারী দম্পতির খোলা গ্যারেজের দিকে হেঁটে এসে খুব কাছ থেকে গুলি চালায়।
এই নৃশংস ঘটনায় হতবাক স্থানীয়রা। এক প্রতিবেশী জানান, “আমি এখানে প্রায় ১০ বছর ধরে থাকি। এর আগে এমন ঘটনা কখনো শুনিনি, বিশেষ করে এই এলাকায়।” ঘটনার সময় কিছু প্রতিবেশী একটি কালো সেডান গাড়িকে এলাকায় বারবার ঘুরতে দেখেছেন বলেও জানা গেছে। পুলিশ এখনও হত্যার মোটিভ প্রকাশ করেনি, তবে তারা নিশ্চিত করেছে—এটি কোনো এলোমেলো হামলা নয়। কর্মকর্তারা মনে করছেন, আক্রমণকারী ভুক্তভোগীদের চিনত এবং এটি পারিবারিক সম্পর্কজনিত বিরোধ হতে পারে। স্থানীয় এক বাসিন্দা দাবি করেছেন, সন্দেহভাজন হামলাকারী নাকি দম্পতির সৎপুত্র। পুলিশ জানিয়েছে, এই তথ্য তারা খতিয়ে দেখছে। এছাড়া, সিমি ভ্যালির ঘটনাটির সঙ্গে চীনে প্রায় ৭০ মাইল দূরে একটি গাড়িতে আগুন লেগে পুড়ে যাওয়া এক অজ্ঞাতনামা মৃতদেহের ঘটনার সম্ভাব্য যোগসূত্রও তদন্ত করছে পুলিশ। তবে এখনো দুই ঘটনার মধ্যে সংযোগ নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম