লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে অ্যাম্বুলেন্স–এসইউভি সংঘর্ষে আহত ৫

লস এঞ্জেলেসে বয়স্ক রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে এসইউভির সংঘর্ষে বৃহস্পতিবার কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি)。 অ্যাম্বুলেন্সটিতে ৯৪ বছর বয়সী এক পুরুষ ও ৮১ বছর বয়সী এক নারীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছিল। দুর্ঘটনার পর মোট পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়, যার মধ্যে অ্যাম্বুলেন্সে থাকা দুইজন এলএএফডি ফায়ারফাইটারও আছেন। এছাড়া অ্যাম্বুলেন্সে থাকা আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। এসইউভি চালক, ৩৪ বছর বয়সী এক পুরুষ, গুরুতর অবস্থায় স্থানীয় ট্রমা সেন্টারে ভর্তি হয়েছেন। এলএএফডি জানিয়েছে, ফায়ারফাইটার দু’জনসহ অ্যাম্বুলেন্সের বয়স্ক রোগীরা এবং অপর এক যাত্রী “ফেয়ার কন্ডিশনে” আছেন। তবে তাদের নির্দিষ্ট আঘাতসমূহ প্রকাশ করা হয়নি। আহতদের একজনকে উন্নত জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনের কারণ এখনও তদন্তাধীন এবং সংঘর্ষের আগে কী ঘটেছিল সে বিষয়ে কোনো অতিরিক্ত তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম