রিভারসাইড কাউন্টির পেরিস এলাকার অ-সংযুক্ত মীদ ভ্যালিতে রবিবার ভোরে এক ৭০ বছর বয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় নিহতের ছেলেকে হত্যার সন্দেহে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রিভারসাইড কাউন্টি শেরিফ’স অফিস।
রবিবার সকাল ৪টা ১৪ মিনিটে ক্লার্ক স্ট্রিটের ২০০০০ ব্লক থেকে এক অচেতন ব্যক্তির খবর পেয়ে পেরিস শেরিফ স্টেশনের ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা জীবন রক্ষাকারী চেষ্টা করলেও মীদ ভ্যালির বাসিন্দা অ্যাঞ্জেল গঞ্জালেসকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
ঘটনার প্রেক্ষিতে রিভারসাইড শেরিফের সেন্ট্রাল হোমিসাইড ইউনিট তদন্তভার গ্রহণ করে।
তদন্তের প্রাথমিক পর্যায়ে নিহতের ছেলে, ৪৭ বছর বয়সী হুয়ান গঞ্জালেসকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে কোইস বার্ড ডিটেনশন সেন্টারে হত্যার অভিযোগে বুক করা হয়।
তদন্ত অব্যাহত রয়েছে এবং এ মুহূর্তে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে সেন্ট্রাল হোমিসাইড ইউনিটের ইনভেস্টিগেটর হার্নান্দেজের সঙ্গে ৯৫১-৯৫৫-২৭৭৭ নম্বরে অথবা পেরিস স্টেশনের ইনভেস্টিগেটর মিলিয়ান-এর সঙ্গে ৯৫১-২১০-১০০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/ওএম