লস এঞ্জেলেস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল ঝড়ো হাওয়া ও হিমশীতল তাপমাত্রার সতর্কতা

দক্ষিণ-পশ্চিম ক্যালিফোর্নিয়ার দিকে ধেয়ে আসা শুষ্ক ঝড়ো সিস্টেম এই সপ্তাহজুড়ে লস এঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে প্রবল বাতাস এবং তীব্র শীত নিয়ে আসবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। আবহাওয়াবিদরা জানান, অ্যান্টেলোপ ভ্যালি, অভ্যন্তরীণ উপত্যকা এবং পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ঝোড়ো বাতাস দেখা যাবে। অন্তর্দেশীয় এলাকায় রাতের তাপমাত্রা জমাটবাঁধার কাছাকাছি বা তার নিচে নেমে যেতে পারে, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। সোমবার সকাল থেকেই বাতাসের গতি বাড়তে পারে। এনডব্লিউএস-এর পূর্বাভাস অনুযায়ী, উপকূলীয় ও ভ্যালি অঞ্চলে ঝোড়ো হাওয়া ঘণ্টায় প্রায় ৪৫ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। মালিবু উপকূলে এ গতি ঘণ্টায় প্রায় ৩৫ মাইলের মতো হতে পারে।
স্যান গ্যাব্রিয়েল ও সান্তা সুসানা পর্বতমালার এলাকায় ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৫০ মাইল পর্যন্ত উঠতে পারে। স্বল্প বিরতির পর বাতাসের গতি সপ্তাহের মাঝামাঝি আবারও বাড়বে বলে সতর্ক করেছে এনডব্লিউএস। বুধবার ও বৃহস্পতিবার পার্বত্য এলাকায় ঘণ্টায় ৫৫ মাইল পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, আর উপকূলীয় ও ভ্যালি অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ মাইল বেগে বাতাস বইতে পারে। এ ধরনের পরিস্থিতিতে বড় আকৃতির যানবাহনের জন্য রাস্তা বিপদজনক হতে পারে, বাইরে রাখা হালকা জিনিসপত্র উড়ে যেতে পারে, অস্থায়ী কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং গাছের ডাল ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। প্রতিদিন রাতের দিকে বাতাস কমলে তাপমাত্রা হঠাৎ কমে যাবে। বিশেষ করে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকালে অভ্যন্তরীণ এলাকাগুলো—বিশেষত অ্যান্টেলোপ ভ্যালি—বরফাঙ্কের কাছাকাছি বা তার নিচে তাপমাত্রা অনুভব করতে পারে। সংবেদনশীল ফসল ও গাছে ক্ষতির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে গৃহহীন মানুষ বা খোলা জায়গায় থাকা প্রাণীদের জন্য মাঝারি মাত্রার হাইপোথার্মিয়ার ঝুঁকিও রয়েছে। সর্বশেষ তথ্যের জন্য এনডব্লিউএস-এর সরকারি ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার বিষয়ে রিপোর্ট বা প্রশ্ন পাঠানো যাবে ইমেইলে: nws.losangeles@noaa.gov অথবা ফোনে: (805) 988-6610

এলএবাংলাটাইমস/ওএম