লস এঞ্জেলেস

সান ফার্নান্দো ভ্যালিতে রাতভর তিন বাড়িতে চুরি, অভিযুক্তদের খোঁজে পুলিশ

সান ফার্নান্দো ভ্যালিতে এক রাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (LAPD), পাশাপাশি সন্দেহভাজনদের খোঁজে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনাতেই একাধিক পুরুষ সন্দেহভাজন জড়িত ছিল, এবং এটি একই চক্রের কাজ হতে পারে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে তারজানার টোপেকা ড্রাইভের একটি বাড়িতে প্রথম চুরির ঘটনা ঘটে। LAPD জানায়, ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিল, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর পর একই রাত ৮টা ২০ মিনিটে এনসিনোর ওস্ট্রম অ্যাভিনিউর একটি বাড়িতে দ্বিতীয় চুরি ঘটে। রাত ১১টার কিছু আগে, সেখান থেকে দুই মাইলেরও কম দূরত্বে আলোনজো অ্যাভিনিউতে তৃতীয় বাড়িটিতেও চুরির ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিনটির মধ্যে কেবল আলোনজো অ্যাভিনিউর বাড়ি থেকেই সম্পদ চুরি হয়েছে, তবে ঠিক কী নেওয়া হয়েছে এবং তার মূল্য কত—তা এখনও পরিষ্কার নয়। এনসিনোর দুইটিতেই চুরির সময় কেউ বাড়িতে ছিল না। উল্লেখযোগ্যভাবে, এর আগেও এনসিনো এলাকায় অনুপ্রবেশকারীরা লক্ষ্যবস্তু বানিয়েছে বিভিন্ন বাড়ি। এ বছরের শুরুতে ‘আমেরিকান আইডল’–এর এক নির্বাহী ও তার স্বামী একই এলাকায় এক অনুপ্রবেশকারীর হাতে নিহত হন। গত সপ্তাহে স্টুডিও সিটিতে সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর মায়ের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।

এলএবাংলাটাইমস/ওএম