ক্যালিফোর্নিয়ার প্যানোরামা সিটিতে শুক্রবার রাতে তিনটি গাড়ির সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD) জানায়, রাত সাড়ে ৯টার কিছু পর নর্থ উডম্যান অ্যাভিনিউয়ের ৯৩০০ ব্লকে এই প্রাণঘাতী দুর্ঘটনার খবর পাওয়া যায়।
দুর্ঘটনায় একটি ভ্যানের ভেতরে আটকা পড়েন ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা তাকে উদ্ধার করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ভ্যানটিতে ওই ৩৫ বছর বয়সী ব্যক্তির সঙ্গে থাকা ৩০ বছর বয়সী আরেকজন পুরুষ দুর্ঘটনায় প্রাণ হারান।
এছাড়া দুর্ঘটনায় জড়িত একটি ফোর্ড মাস্ট্যাং গাড়িতে থাকা আরও দুইজন—একজন পুরুষ ও একজন নারী—নিহত হয়েছেন। তাদের দুজনেরই বয়স ২০ বছর বলে জানিয়েছে LAFD।
দুর্ঘটনায় জড়িত তৃতীয় গাড়িতে থাকা তিনজন চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান।
ঘটনার সময় AIR7 হেলিকপ্টার থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হয়। দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে রাস্তার একটি বড় অংশ বন্ধ করে দেওয়া হয় এবং চালকদের বিকল্প পথ ব্যবহার করার আহ্বান জানানো হয়।
দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।