লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিস্ফোরণের পুরো ঘটনা একটি ডোরবেল ক্যামেরায় ধরা পড়ে, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সান ফ্রান্সিসকো বে এরিয়ার হেইওয়ার্ড শহরের কাছে বৃহস্পতিবার সকালে এই বিস্ফোরণ ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, হঠাৎ করেই একটি বাড়ি বিস্ফোরণে উড়ে যায় এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই এলাকায় আগুন ধরে যায় এবং সাইরেনের শব্দ শোনা যায়। ভিডিও ধারণকারী ক্রিশ্চিয়ান মালদানাদো কেটিভিইউকে বলেন, “এটা ছিল খুবই ভয়ংকর। মনে হচ্ছিল হলিউডের কোনো দৃশ্য। সবকিছু অবাস্তব লাগছিল।” আলামেডা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তিন অ্যালার্মের এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ৭৫ জন দমকলকর্মী কাজ করেন। বিস্ফোরণ ও আগুনে তিনটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় আহত ছয়জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট। বিস্ফোরণটি ঘটে হেইওয়ার্ড শহরের কাছে অ্যাশল্যান্ড নামের একটি অননুমোদিত এলাকায়। প্রায় ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার এই শহরটি ইস্ট বে অঞ্চলে অবস্থিত এবং ওকল্যান্ড থেকে প্রায় ১৫ মাইল দক্ষিণে। প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (PG&E) জানায়, বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে তারা খবর পায় যে একটি নির্মাণকাজে যুক্ত দল—যারা ইউটিলিটি কোম্পানির কর্মী ছিলেন না—ভূগর্ভস্থ একটি গ্যাস লাইনে ক্ষতি করেছে। পরে ইউটিলিটি কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইনটি বিচ্ছিন্ন করতে ঘটনাস্থলে পৌঁছান, তবে তখন বিভিন্ন জায়গা দিয়ে গ্যাস লিক হচ্ছিল। সকাল ৯টা ২৫ মিনিটে গ্যাসের প্রবাহ বন্ধ করা হয়। এর অল্প সময় পরই বিস্ফোরণ ঘটে। পিজিঅ্যান্ডই-এর মুখপাত্র তামার সারকিসিয়ান জানান, প্রায় দুই ঘণ্টা ধরে গ্যাস প্রবাহিত হচ্ছিল, তবে গ্যাস বন্ধ করার মাত্র ১০ মিনিট পরই বিস্ফোরণটি ঘটে। আলামেডা কাউন্টির ডেপুটি ফায়ার চিফ রায়ান নিশিমোতো জানান, দুটি আলাদা প্লটে অবস্থিত তিনটি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে গিয়ে কিছু দমকলকর্মীকে সাময়িকভাবে পিছু হটতে হয়, কারণ ভেঙে পড়া বিদ্যুৎ লাইনের কারণে তারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি অনুভব করেছিলেন। স্থানীয় বাসিন্দা ডেবোরাহ কেটিভিইউকে বলেন, “আমার বাড়ির প্রতিটি জানালা উড়ে গেছে। ছাদে ফাটল ধরেছে। আমার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।” জানা গেছে, দুটি ফ্রিওয়ের কাছাকাছি অবস্থিত একতলা বাড়িগুলোর ওই এলাকায় ফুটপাত চওড়া করা ও সাইকেল লেন নির্মাণের কাজ চলছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল সাময়িকভাবে ইন্টারস্টেট হাইওয়ে ২৩৮ বন্ধ করে দেয়। পিজিঅ্যান্ডই আরও জানায়, আহতদের মধ্যে তাদের কোম্পানির তিনজন কর্মী রয়েছেন। অপর তিনজন আহত ব্যক্তি ওই বিস্ফোরিত বাড়ির বাসিন্দা, যারা তৃতীয় ডিগ্রির দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।