যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্ডিনো কাউন্টিতে সন্দেহভাজন হত্যা–আত্মহত্যার ঘটনায় এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
গত ২০ ডিসেম্বর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে অ্যাডেলান্টো শহরের বনাঞ্জা রোডের ১০৭০০ ব্লকের একটি বাসায় চিকিৎসা সহায়তার ফোন পেয়ে ভিক্টর ভ্যালি শেরিফ ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান।
বাড়ির ভেতরে ঢুকে তারা এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেন। উভয়ের শরীরেই গুলিবিদ্ধ ক্ষত ছিল। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—অ্যাডেলান্টোর বাসিন্দা ২৩ বছর বয়সী টাইরিক মুর এবং ল্যাঙ্কাস্টারের বাসিন্দা ২২ বছর বয়সী শাইলা পাওয়েল।
তদন্তে জানা যায়, ঘটনার দিন এর আগেই মুর ও পাওয়েলের মধ্যে তীব্র কথাকাটাকাটি হয়েছিল। পরে তদন্তকারীরা মুরের কাছাকাছি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন এবং প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহভাজন হত্যা–আত্মহত্যা হিসেবে চিহ্নিত করেন। এ ঘটনায় টাইরিক মুরকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শেরিফ বিভাগের এক মুখপাত্র দ্য ভিক্টরভিল ডেইলি প্রেস-কে জানান, নিহত দুজনের মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল। পরিবার সূত্রে জানা গেছে, তাদের একসঙ্গে সন্তান রয়েছে, তবে ঘটনার সময় তারা আর সম্পর্কে ছিলেন না।
ঘটনার তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষ বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি।
এ ঘটনাসংক্রান্ত অতিরিক্ত তথ্য থাকলে সান বার্নার্ডিনো শেরিফ বিভাগের হোমিসাইড ডিটেইলে ৯০৯-৮৯০-৪৯০৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া গোপন তথ্য দিতে চাইলে We-Tip–এ ১-৮০০-৭৮২-৭৪৬৩ নম্বরে ফোন অথবা wetip.com–এ অনলাইনে জানানো যেতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম