লস এঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ ব্যাকটেরিয়ার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় একাধিক সৈকতে সমুদ্রজলে নামা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দা ও দর্শনার্থীদের সাঁতার, সার্ফিং এবং পানিতে খেলার মতো কার্যক্রম আপাতত বন্ধ রাখতে অনুরোধ করেছে।
জনস্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, সেগুলো হলো—
রেডন্ডো কাউন্টি বিচে রেডন্ডো বিচ পিয়ার: পিয়ার থেকে উত্তর ও দক্ষিণে ১০০ গজ এলাকা
উইল রজার্স স্টেট বিচে সান্তা মনিকা ক্যানিয়ন স্টর্ম ড্রেন: খালটির উত্তর ও দক্ষিণে ১০০ গজ এলাকা
সান্তা মনিকা স্টেট বিচে সান্তা মনিকা পিয়ার: পিয়ার থেকে উত্তর ও দক্ষিণে ১০০ গজ এলাকা
এসকনডিডো স্টেট বিচে এসকনডিডো ক্রিক: পুরো সাঁতার এলাকা জুড়ে
জনস্বাস্থ্য কর্মকর্তারা জানান, সাম্প্রতিক পানির মান পরীক্ষায় এসব এলাকায় ব্যাকটেরিয়ার মাত্রা রাজ্যের স্বাস্থ্য মানদণ্ডের চেয়ে বেশি পাওয়া গেছে। এ কারণেই সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে সান পেদ্রোর ইনার ক্যাব্রিলো বিচে এখনো সমুদ্রজল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সমুদ্রজল ও ভেজা বালির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
তবে পরীক্ষায় পানির মান স্বাভাবিক পাওয়ায় সারফ্রাইডার বিচের মালিবু লেগুন এবং টোপাঙ্গা কাউন্টি বিচের টোপাঙ্গা ক্যানিয়ন লেগুনে পূর্বের সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
সৈকত বন্ধ ও সতর্কতা সংক্রান্ত সর্বশেষ তথ্য ও মানচিত্র জানতে লস এঞ্জেলেস কাউন্টি জনস্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে ভিজিট করতে অথবা হটলাইন নম্বর ১-৮০০-৫২৫-৫৬৬২-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম