দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির একটি কমিউনিটি গভীর শোকে ডুবে আছে। স্থানীয় একটি ফুটবল দলের প্রিয় সদস্য, ১৪ বছর বয়সী এক কিশোর গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট (SBSD) জানায়, গত ১৬ জানুয়ারি রাত সাড়ে ৮টার কিছু আগে এই সহিংস ঘটনা ঘটে ভিক্টরভিল শহরের গ্লেন ক্যানিয়ন লেন ও বারউড অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে। এলাকাটি একটি আবাসিক অঞ্চল, যা মোজাভে ভিস্তা এলিমেন্টারি স্কুল অব কালচারাল আর্টসের পাশেই অবস্থিত। নিহত কিশোরটি সেখানেই পরিবারের সঙ্গে বসবাস করত।
শেরিফ ডিপার্টমেন্ট জানায়, “ঘটনাস্থলে পৌঁছে ডেপুটিরা ১৪ বছর বয়সী জেরেমি রোসালেসকে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পান। তাকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হলে পরে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।”
ঘটনাটির তদন্তভার গ্রহণ করেছে SBSD-এর স্পেশালাইজড ইনভেস্টিগেশন ডিভিশনের হোমিসাইড শাখা। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ বা ঘটনার পেছনের পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিদের কোনো বর্ণনাও দেয়া হয়নি।
পরিবারকে সহায়তার জন্য খোলা একটি গোপান্ডমি (GoFundMe) তহবিলের তথ্য অনুযায়ী, জেরেমি রোসালেসকে তার সতীর্থ ও কোচরা আদর করে “ট্যাঙ্ক” নামে ডাকত। তিনি টিম এলিট স্পোর্টস একাডেমি ও ওক হিলস হাই স্কুলের ফুটবল দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
টিম এলিট স্পোর্টস একাডেমির কোচ এলিয়ট রেয়েস কেটিএলএ-কে বলেন, “ফুটবল মাঠের ভেতরে সে ‘ট্যাঙ্ক’ নামটা সত্যিই প্রমাণ করত। সে ছিল ভীষণ শক্তিশালী ও পরিশ্রমী। ওজন তোলা থেকে শুরু করে মাঠে—সব জায়গায় সে কঠোর পরিশ্রম করত। এমন একজন ছাত্র-ক্রীড়াবিদ, যাকে যে কোনো কোচ তার দলে চাইবে।”
রেয়েস জানান, হেস্পেরিয়ায় অবস্থিত টিম এলিট স্পোর্টস একাডেমিতে পড়াশোনার সময় রোসালেস জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জয়লাভ করে এবং ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ সম্মাননাও অর্জন করেছিল।
তিনি আরও বলেন, “একজন কোচ হিসেবে এমন ঘটনা দেখা খুবই কষ্টের। জেরেমি কোনোভাবেই এমন পরিণতির যোগ্য ছিল না। পুরো কমিউনিটি ভেঙে পড়েছে। আমাদের কোচ, অভিভাবকরা সবাই বাকরুদ্ধ।”
কোচ রেয়েস জানান, ঘটনার কিছু আগে জেরেমি তার বাড়িতে এসেছিল এবং সে কখনোই ঝামেলায় জড়ানোর মতো ছেলে ছিল না।
“সে ছিল স্ট্রেইট-এ (সব বিষয়ে এ গ্রেড পাওয়া) ছাত্র, পরিশ্রমী ও ভদ্র তরুণ,” তিনি বলেন। “আমি সত্যিই আশা করি, যারা এই কাজটি করেছে তারা দ্রুত ধরা পড়বে।”
জেরেমি রোসালেসের স্মরণে সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হেস্পেরিয়ায় একটি মোমবাতি প্রজ্বালন ও স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
স্মরণসভায় ব্যবহৃত আমন্ত্রণপত্রে লেখা ছিল, “তুমি ছিলে একেবারে অনন্য। তোমার জীবন খুব অল্প সময়েই থেমে গেল, কিন্তু তোমার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে। শান্তিতে ঘুমাও, ট্যাঙ্ক। আমরা তোমার মায়ের খেয়াল রাখব।”
এই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য থাকলে সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের হোমিসাইড শাখায় ৯০৯-৮৯০-৪৯০৪ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। গোপন পরিচয়ে তথ্য দিতে চাইলে উইটিপ হটলাইনে ৮০০-৭৮-ক্রাইম নম্বরে ফোন করা অথবা www.wetip.com ওয়েবসাইটে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম