লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ফ্রিওয়ে দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৫

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (CHP) জানায়, রোববার ভোর প্রায় ৩টা ২০ মিনিটের দিকে গ্রিফিথ পার্ক এলাকার ইন্টারস্টেট ৫ (৫ ফ্রিওয়ে)-এর উত্তরমুখী লেনে, লস ফেলিজ বুলেভার্ড অফ-র্যাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, একাধিক গাড়ি এই সংঘর্ষে জড়িত ছিল। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে অন্তত তিনটি ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা যায়। দুর্ঘটনায় একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD) জানায়, নিহত ব্যক্তি গাড়ি থেকে ছিটকে পড়েছিলেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি। দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৮ বছর বয়সী এক যুবকের অবস্থা গুরুতর। অন্য আহতরা হলেন ৬১ বছর বয়সী এক পুরুষ, ৩৫ বছর বয়সী এক নারী এবং ২২ বছর বয়সী দুই যুবক—যাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। দুর্ঘটনার পর গ্লেনডেল ও লস ফেলিজ বুলেভার্ডের মধ্যবর্তী উত্তরমুখী ৫ ফ্রিওয়েতে ‘সিগঅ্যালার্ট’ জারি করা হয় এবং দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। প্রায় ছয় ঘণ্টা পর সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে সড়কটি পুরোপুরি খুলে দেওয়া হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। অতিরিক্ত গতি বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এর সঙ্গে জড়িত ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।