দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সোমবার সন্ধ্যায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইন্ডিও হিলসের উত্তর-উত্তরপূর্ব দিকে প্রায় পাঁচ মাইল দূরে। এ ঘটনায় অঞ্চলজুড়ে বহু মানুষ কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার একটু আগে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় দুই মাইল গভীরে। কর্মকর্তারা জানান, কম্পনটি কোচেল্লা শহর থেকে প্রায় ১৪.৫ মাইল উত্তরে এবং পাম স্প্রিংস থেকে প্রায় ১৬.৬ মাইল উত্তর-পূর্বে আঘাত হানে।
প্রথমদিকে ভূমিকম্পটির মাত্রা ৫.১ বলা হলেও পরে ইউএসজিএস তা সংশোধন করে ৪.৯ নির্ধারণ করে। মূল কম্পনের পর অন্তত নয়টি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ২.০ থেকে ৩.৪-এর মধ্যে।
কেটিএলএ টিভি চ্যানেলের দর্শকরা জানিয়েছেন, সান বার্নার্ডিনো কাউন্টির লোমা লিন্ডা এবং অরেঞ্জ কাউন্টির লাগুনা বিচ পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। কোচেল্লা ভ্যালির বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় ঘরের বাতি ও আসবাবপত্র কেঁপে ওঠে।
এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর বা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইউএসজিএসের তথ্যমতে, ক্যালিফোর্নিয়ায় প্রতিবছর হাজার হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়, তবে এর বেশিরভাগই খুবই ছোট মাত্রার। কয়েক শত ভূমিকম্পের মাত্রা ৩.০ পর্যন্ত পৌঁছায় এবং মাত্র ১৫ থেকে ২০টি ভূমিকম্পের মাত্রা ৪.০ বা তার বেশি হয়। উত্তর আমেরিকায় ক্যালিফোর্নিয়ার চেয়ে বছরে বেশি ভূমিকম্প শুধু আলাস্কায় ঘটে।
ভূমিকম্প হলে করণীয়
ভূমিকম্পের সময় সঠিক পদক্ষেপ জানা থাকলে নিজেকে রক্ষা করা এবং আঘাতের ঝুঁকি কমানো সম্ভব। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ (সিডিপিএইচ) এ বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে—
ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড অন নীতি অনুসরণ করুন:
ড্রপ (নিচে নেমে যান): সঙ্গে সঙ্গে হাত ও হাঁটুর ওপর ভর দিয়ে নিচে নেমে যান। এতে পড়ে যাওয়ার ঝুঁকি কমে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ থাকে।
কাভার (আড়াল নিন): এক হাত দিয়ে মাথা ও ঘাড় ঢেকে রাখুন এবং সম্ভব হলে শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন। আশ্রয়ের সুযোগ না থাকলে জানালা থেকে দূরে কোনো ভেতরের দেয়ালের পাশে নেমে যান। হাঁটুর ওপর থেকেই শরীর ঝুঁকিয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রক্ষা করুন।
হোল্ড অন (ধরে রাখুন): কম্পন থামা পর্যন্ত আশ্রয় ধরে রাখুন। আশ্রয়স্থল নড়াচড়া করলে তার সঙ্গে নিজেকেও সামঞ্জস্য করতে প্রস্তুত থাকুন।
এলএবাংলাটাইমস/ওএম