দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লং বিচে সোমবার রাতে দুটি গাড়ির সংঘর্ষে একটি টেসলা ফার্মেসির সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
লং বিচ ফায়ার ডিপার্টমেন্ট জানায়, সোমবার রাত প্রায় ৮টার কিছু আগে রুজভেল্ট রোড ও আটলান্টিক অ্যাভিনিউয়ের মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষের মতে, একটি টেসলা ও একটি হোন্ডা অ্যাকর্ডের মধ্যে সংঘর্ষের পর টেসলাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফার্মেসির সামনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পাশের একটি কফি শপেও আঘাত করে।
দুর্ঘটনায় জড়িত উভয় গাড়ির চালককে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনায় আর কেউ আহত হননি। কর্তৃপক্ষ জানায়, পরিদর্শনের পর ভবনটিকে কাঠামোগতভাবে নিরাপদ বলে ঘোষণা করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম