যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ফেডারেল অভিবাসন কার্যক্রমের বিরোধিতায় মঙ্গলবার বিকেলে লস এঞ্জেলেসের ডাউনটাউন এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করেন শত শত মানুষ। বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
এই কর্মসূচি ছিল দেশব্যাপী আয়োজিত “ফ্রি আমেরিকা” ওয়াকআউট আন্দোলনের অংশ। ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্রদের বিরুদ্ধে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
প্রথমে বিক্ষোভকারীরা লস এঞ্জেলেস সিটি হলের সামনে জড়ো হন। পরে তারা স্প্রিং স্ট্রিটসহ আশপাশের বিভিন্ন সড়কে মিছিল নিয়ে এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এই বিক্ষোভে কয়েক শত মানুষ অংশ নেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেল কেটিএলএর প্রতিবেদক রিচ প্রিকেট স্কাই৫ হেলিকপ্টার থেকে জানিয়েছেন, পুরো বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল এবং কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম