লস এঞ্জেলেস

সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

ক্যালট্রান্স (Caltrans) কর্তৃপক্ষ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চালকদের জানিয়েছে, সেতু উন্নয়নকাজের অংশ হিসেবে এই সপ্তাহের শেষ দিকে লস এঞ্জেলেসের ডাউনটাউনের কাছে ইউএস-১০১ ফ্রিওয়ের একটি অংশ রাতভর সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কর্মকর্তারা জানান, বয়েল হাইটস এলাকায় সেতুর উন্নয়নকাজ সম্পন্ন করার জন্য এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ১ কোটি ৫৮ লাখ ডলারের একটি প্রকল্পের অংশ, যার আওতায় ইউএস-১০১ বরাবর আলভারাডো স্ট্রিট, ফার্স্ট স্ট্রিট এবং সান্তা মনিকা বুলেভার্ড/স্টেট রুট-২ সেতুগুলোর রেলিং বর্তমান মান অনুযায়ী উন্নত করা হবে এবং সেতুগুলোর স্থায়িত্ব বাড়ানো হবে। এ প্রকল্পের আওতায় স্টেট রুট-১১০/অ্যারোইও সেকো পার্কওয়ের অ্যাভিনিউ ৬০ এলাকার একটি সেতুতেও কাজ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে নির্মাণকাজ ২০২৬ সালের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। নির্ধারিত রাতকালীন বন্ধের সময়সূচি দক্ষিণমুখী ইউএস-১০১ (ফার্স্ট স্ট্রিট এলাকায়) বন্ধ থাকবে: বৃহস্পতিবার ২২ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট থেকে শুক্রবার ২৩ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত পূর্বমুখী ইন্টারস্টেট-১০ থেকে ফার্স্ট স্ট্রিটে যাওয়ার দক্ষিণমুখী ইউএস-১০১ সংযোগ সড়ক সম্পূর্ণ বন্ধ থাকবে বিকল্প পথ: পূর্বমুখী আই-১০ → দক্ষিণমুখী আই-৭১০ → পূর্বমুখী স্টেট রুট-৬০ → দক্ষিণমুখী আই-৫ মিশন স্ট্রিট ও কমার্শিয়াল স্ট্রিটের অন-র্যাম্পও বন্ধ থাকবে উত্তরমুখী ইউএস-১০১ (ফার্স্ট স্ট্রিট এলাকায়) বন্ধ থাকবে: শুক্রবার ২৩ জানুয়ারি রাত ১১টা ১ মিনিট থেকে শনিবার ২৪ জানুয়ারি ভোর ৪টা পর্যন্ত ফার্স্ট স্ট্রিট অফ-র্যাম্পের ঠিক দক্ষিণ দিক থেকে অন-র্যাম্পের ঠিক উত্তর দিক পর্যন্ত সড়ক বন্ধ থাকবে বিকল্প পথ: ফার্স্ট স্ট্রিট অফ-র্যাম্প দিয়ে বের হয়ে বামে ফার্স্ট স্ট্রিট, এরপর ডানে মিশন রোড ধরে উত্তরমুখী ইউএস-১০১ ও পূর্বমুখী আই-১০-এর অন-র্যাম্পে প্রবেশ এছাড়া নির্মাণাধীন এলাকায় সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১০ মাইল কমানো হবে। চালকদের সতর্ক করতে সাইনবোর্ড বসানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যালট্রান্স জানিয়েছে, আবহাওয়া বা পরিচালনাগত কারণে এই বন্ধ ও লেন সংকোচনের সময়সূচিতে পরিবর্তন হতে পারে। চালকদের আগেভাগে যাত্রা পরিকল্পনা করতে, কাজের এলাকায় সতর্ক থাকতে এবং যানজটের জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে। সড়কের সর্বশেষ পরিস্থিতি জানতে ক্যালট্রান্স কুইকম্যাপ (Caltrans Quickmap) ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম