লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস এ `বাঁচাও সুন্দরবন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সুন্দরবনের সন্নিকটে রামপালে প্রস্তাবিত কয়লা বিদ্যুৎ প্রকল্পের থেকে নির্গত দুষনের ফলে মারাত্নক ক্ষতির হাত থেকে বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনকে রক্ষার দাবীতে  লস এঞ্জেলেস প্রবাসী সকল বাংলাদেশি কম্যুনিটি সদস্যদের উপস্থিতিতে স্থানীয় একটা ভেন্যুতে গুরুত্বপুর্ন সেমিনার অনুষ্ঠীত হয়।



সোমবার লেবার ডের ছুটির কারনে এবং শুক্রবার স্কুল বন্ধ থাকায় প্রায় চার দিনের লম্বা ছুটির কারনে কম্যুনিটি সদস্যদের রেওয়াজ অনুযায়ী দুর দুরান্তে ছুটি কাটাতে যাওয়ার পুর্বনির্ধারিত পরিকল্পনা থাকা সত্বেও সংক্ষীপ্ত সময়ে আহ্বান করা সেমিনারে উল্লেখযোগ্য সংখ্যক কম্যুনিটি সদস্য ও নেতৃবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন এবং আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপুর্ন মতামত ব্যাক্ত করেন।



প্রবীন কম্যুনিটি সংগঠক কর্ণেল (অবঃ) ওমর হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সাইফুল চৌধুরী সুচনা বক্তব্যে সুন্দরবন সম্পর্কে সংক্ষীপ্ত পরিচিতি তুলে ধরেন। সেমিনার পরিচালনার শুরুতে মারুফ ইসলাম অন্যান্য বক্তাদের রাজনৈতিক বক্তব্য পরিহার করে রামপাল কয়লা    বিদ্যুৎ থেকে সুন্দরবন রক্ষার পরিকল্পনা নিয়ে পরামর্শের আহ্ববান জানান। সভাপতি কর্ণেল (অবঃ) ওমর হুদা রামপাল কয়লা বিদ্যুৎ এর প্রভাবে সুন্দরবনের সম্ভাব্য ক্ষতির পক্ষে বিপক্ষে বিস্তারিত আলোচনা করে উপস্থিত কম্যুনিটি সদস্যদের উম্মুক্ত আলোচনার আহ্বান জানান। সেমিনারে অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ন আলোচনা করেন, প্রবীন কম্যুনিটি সংগঠক ও বাফলার প্রেসিডেন্ট ডাঃ আবুল হাশেম, শহিদুল ইসলাম, ডাব্লু আমিন, ইউনুস জামান, ফয়সাল আহমেদ তুহিন, ফারুক হাওলাদার, ফারহানা সাঈদ, মুক্তাদির চৌধুরী তরুন। সব শেষে লেফটেন্যান্ট (অবঃ) জিয়া ইসলাম ভবিষ্যৎ কর্মসুচী ঘোষনা করেন। সভাপতি কর্ণেল (অবঃ) ওমর হুদা সবাইকে ধন্যবাদ জ্ঞ্যাপন করে সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন।