ইস্ট লস এঞ্জেলেসে কনভেনিয়েন্স স্টোরের সামনে আততায়ীর গুলিতে ১ জন নিহত ও ২ জন আহত হয়। নিহত হওয়া ব্যক্তির পরিচয় গতকাল প্রকাশ করল লস এঞ্জেলেস শেরিফ(Sheriff) বিভাগ।
নিহত ব্যক্তিটির নাম Juan Carillo Ortiz । তবে তার আবাসিক পরিচয় প্রকাশ করে নি তথ্য ব্যুরোর কর্মকর্তারা।
গত শনিবার Cesar E. Chavez Avenue র, ৪১০০ নম্বর ব্লকের একটি স্টোরের সামনে ৬৬ বছর বয়স্ক বৃদ্ধকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন ortiz. এমন সময় বিকাল ৪.৫৬ মিনিটে গুলির ঘটনাটি ঘটে বলে জানায় শেরিফ বিভাগের তথ্য ব্যুরোর ডেপুটি রাইয়ান রোজান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এবং সেখানেই মারা যান। ortiz এর আগেও কয়েকবার গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানা যায়। আহত ২ জনের অবস্থাই ভাল রয়েছে বলে জানা যায় হাসপাতাল থেকে।
(নিউজটি শেয়ার করতে ভুলবেন না)
নিহত ব্যক্তিটির নাম Juan Carillo Ortiz । তবে তার আবাসিক পরিচয় প্রকাশ করে নি তথ্য ব্যুরোর কর্মকর্তারা।
গত শনিবার Cesar E. Chavez Avenue র, ৪১০০ নম্বর ব্লকের একটি স্টোরের সামনে ৬৬ বছর বয়স্ক বৃদ্ধকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন ortiz. এমন সময় বিকাল ৪.৫৬ মিনিটে গুলির ঘটনাটি ঘটে বলে জানায় শেরিফ বিভাগের তথ্য ব্যুরোর ডেপুটি রাইয়ান রোজান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এবং সেখানেই মারা যান। ortiz এর আগেও কয়েকবার গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানা যায়। আহত ২ জনের অবস্থাই ভাল রয়েছে বলে জানা যায় হাসপাতাল থেকে।
(নিউজটি শেয়ার করতে ভুলবেন না)