রবিবার রাত ৯ টা হতে এখনো পর্যন্ত লস এঞ্জেলেসের ফ্রিওয়েতে ২০০টি দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায় CHP প্রতিবেদনে। প্রতিবেদনে, এক সপ্তাহ আগে শুষ্ক মৌসুমের ৩০ দিনের সমপর্যায়ে তুলনা করা হয়েছে দুর্ঘটনাগুলোকে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে চৌকি জানায়, “বৃষ্টিপূর্ণ আবহাওয়ার কারনে সিক্ত রাস্তায় চলাচল করা যানবাহনের চাকা থেকে ও অদ্ভুত শব্দ হয়”।
CHP র মতে, বৃষ্টিতে হাইওয়েগুলো সিক্ত থাকায় ট্র্যাফিকগুলোর গতি কমে যায় বিশেষ করে লস এঞ্জেলেস এরিয়াতে। আর তাই দুর্ঘটনাগুলো ঘটে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে চৌকি জানায়, “বৃষ্টিপূর্ণ আবহাওয়ার কারনে সিক্ত রাস্তায় চলাচল করা যানবাহনের চাকা থেকে ও অদ্ভুত শব্দ হয়”।
CHP র মতে, বৃষ্টিতে হাইওয়েগুলো সিক্ত থাকায় ট্র্যাফিকগুলোর গতি কমে যায় বিশেষ করে লস এঞ্জেলেস এরিয়াতে। আর তাই দুর্ঘটনাগুলো ঘটে।