লস এঞ্জেলেস

সপ্তাহে বিনা মুল্যে খাবার দেওয়া হয় লস এঞ্জেলেস Normandie স্কুলে

লস এঞ্জেলেস Normandie প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার তাদের সঙ্গে বিনামূল্যে প্রাক প্যাকেজ খাবার নিয়ে ঘরে ফেরে। একটি প্রতিষ্ঠান দেশব্যাপী প্রায় ৯০,০০০ শিশুদের অতি প্রয়োজনীয় খাদ্য প্রদান করে ব্যাকপ্যাকে আশীর্বাদ ও ধন্যবাদ লিখে। 
“এই প্রোগ্রামটি সত্যিই, সত্যিই এক আশীর্বাদ এবং আমার পরিবারের জন্য মহান সুবিধার” জানান অ্যাঞ্জেলা জনসন নামের এক অভিভাবক।Normandie প্রাথমিক বিদ্যালয়ের ৯৮৫ জন শিক্ষার্থীদের যাদের ৯৯  শতাংশ ফেডারেল দারিদ্র্য সীমার নীচে বাস করে এদের ব্যাকপ্যাকে আশীর্বাদ লেখা এই খাবার প্রদান করা হয়। 
শিক্ষার্থীরা সপ্তাহে বিনামূল্যে lunches গ্রহণ করে। তবে, উদ্বেগের বিষয় হয়ে উঠে যখন সোমবার সকালে অসংখ্য ক্ষুধার্ত এসে খাবারের জন্য ভিড় করতে থাকে। 
 “এই সকল ক্ষুধার্ত লোকজন সকাল ৭টার আগে শ্রেণীকক্ষে তাদের নাস্তা করার জন্য খাবারের খোঁজে প্রস্তত এসেছে” বলে জানান LAUSD স্বাস্থ্যকর স্টার্ট সমন্বয়কারী কাসান্দ্রা রবিনসন বলেন। তিনি আরও বলেন,“আমরা জানি সেখানে সম্ভবত ছুটির দিনে পর্যাপ্ত খাবার না থাকার সঙ্গে একটি সমস্যা ছিল”।  
শিক্ষার্থীরা এখন ব্যাগভর্তি খাবার সঙ্গে করে স্কুল ছেড়ে যাচ্ছে আর তাদের চিন্তা করতে হচ্ছে না পরবর্তী খাবার খুঁজে পেতে।