লস এঞ্জেলেস

সাউথ লস এঞ্জেলেসে তর্কাতর্কির পর গুলি করা হয় এক যুবককে

গতকাল সাউথ লস এঞ্জেলেস তর্কাতর্কি করার সময় এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। কিন্তু আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক ছিল না, বলে জানায় পুলিশ।
“গুলাগুলির এই ঘটনাটি সন্ধ্যা ৮টা ৩৫মিনিটে Slauson Avenue’র কাছাকাছি ৫৭০০ ব্লকের Figueroa Street এ ঘটে। এবং arriving কর্মকর্তা এক ব্যক্তিকে আহত অবস্থায় দেখতে পায়” বলে জানায় লস এঞ্জেলেস পুলিশ বিভাগের মিডিয়া রিলেশন্স বিভাগের কর্মকর্তা Aareon জেফারসন। 
জেফারসন বলেন, “ভুক্তভোগী লোকটির অন্য একজন মানুষের সঙ্গে তর্ক হয়। এবং এক পর্যায়ে ঐ লোকটি তাকে গুলি করে পালিয়ে যায়”।
পরে একটা এম্বুলেন্স ডাকা হয়। তবে, সন্দেহভাজন লোকটির কোন বিবরণ পাওয়া যায় নি।