লস এঞ্জেলেস

গুলিবিদ্ধ হয়ে San Fernando তে একজন নিহত ও ২জন আহত

শুক্রবার San Fernando তে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়। পুলিশ হত্যাকারীকে ধরার চেষ্টা চালাচ্ছে। 

“Harps এভিন্যুয়ের ৪০০ ব্লকে রাত প্রায় ১ টার দিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ঘটে” বলে জানান লস এঞ্জেলেস কাউন্টি বিভাগের ডেপুটি Juanita Navarro-Suarez। গুলি করে হত্যার তদন্ত করা ও সন্দেহভাজন হত্যাকারীকে খুঁজে বের করতে San Fernando পুলিশ বিভাগকে সাহায্য করছে লস এঞ্জেলেস শেরিফ বিভাগ। 
 Navarro-Suarez বলেন,“গুলিবিদ্ধ হয়ে মৃত লোকটি একজন হিস্পানিক ছিল। তাছাড়া, আহত দুইজনের একজন পুরুষ এবং একজন নারী”। লস এঞ্জেলেস ফায়ার বিভাগের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, আহত দুইজনকে খুবই বিপদজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। 

দুর্ঘটনাস্থানে গিয়ে দেখা যায় পুলিশ এলাকাটিতে একটি পেরিমিটার তৈরি করেছে সন্দেহভাজনকে গ্রেফতার করার জন্য।
 San Fernando পুলিশ বিভাগের প্রধান Anthony Vairo বলেন, গুলির করার ঘটনাটি কোন গ্যাং সম্পর্কিত কিনা তারা সে বিষয়ে এখনো নিশ্চিত নয়।