লস এঞ্জেলেস

ট্রাম্পের“Alternate Universe” নিয়ে বিক্ষুব্ধ হলেন গভর্নর Jerry Brown

ক্যালিফোর্নিয়ার গভর্নর Jerry Brown তার বার্ষিক“State address” এ বলেন, আমেরিকার প্রায় সকল প্রেসিডেন্টই হোয়াইট হাউজে যাওয়ার পর বিকল্প কিছু করার পক্ষে অবস্থান নেয়। এবং অন্য রকম কিছু করতে চায়।
 গতকাল মঙ্গলবার গভর্নর Jerry তার প্রদত্ত বার্ষিক ভাষণে আমেরিকার সবচেয়ে জনবহুল স্টেট ক্যালিফোর্নিয়া নিয়ে তার ভিশন ও পরিকল্পনা পুনঃব্যক্ত করেন। তাছাড়া, তিনি বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকেও হতাশাজনক বলে মন্তব্য করেন। 

Jerry অন্যান্য স্টেটের সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে স্বাক্ষর করা চুক্তির বিষয়েও “এফরডেবল কেয়ার” নেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করেন। তিনি বলেন, “ ক্যালিফোর্নিয়া স্টেটের সকল নারী, পুরুষ ও শিশু যাদের অবদানে এই স্টেট অগ্রসরমান, তাদের উন্নতর জীবন নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন”। 

তাছাড়া, তিনি আমেরিকার নিরাপত্তার নামে অবৈধ অভিবাসী ও মধ্যপ্রাচ্যের সিরিয়াসহ কিছু দেশের বিরুদ্ধে যেসকল নিষেধাজ্ঞার কথা বলেন তার নিন্দা জানান।