মুসলিম গ্রীন কার্ড ও ভিসা কার্ড হোল্ডারদের আমেরিকায় প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে শতাধিক লোক টম ব্র্যাডলি ইন্টারন্যাশনাল টার্মিনালে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদকারীরা স্লোগান দিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানায়। তারা চিৎকার করে জানায়, “No hate, no fear, refugees are welcome here,”.
এদিকে গতকাল শনিবার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশসমুহ হতে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিসিদ্ধ করার প্রতিবাদে সান ফ্রান্সিস্কো ইন্টারন্যাশনাল বিমানবন্দরেও কমপক্ষে ১০০ জন লোক প্রতিবাদ জানায় বলে, জানা গেছে এলএ টাইমসের প্রকাশিত খবরে। তাদের প্রকাশিত খবরে বলা হয় অন্তত ১০-১৫ জন এটর্নিকেও দেখা যায় বিমানবন্দরে।
তাছাড়া, আটককৃত যাত্রিদের আইনি সহায়তা করার জন্য এটর্নীরা ব্র্যাডলি টার্মিনালে একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অফিসের বাইরে স্থাপন করা.
এদিকে গতকাল লস অ্যাঞ্জেলেস মেয়র এরিক Garcetti বিমানবন্দরে শান্তিপূর্ণ প্রতিবাদের সমর্থনে একটি বিবৃতি দেন বলে জানা যায়। তবে মেয়র বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বানও জানন।
একটি বিবৃতিতে Garcetti জানায়, “কংগ্রেসের দীর্ঘ ৫০ বছরেরও বেশি আগে জাতীয়তা দ্বারা অভিবাসীরা নিষিদ্ধ ঘোষিত হওয়ার বিষয়টি বাতিল করে দিয়েছে। কেননা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা তাই বলে যে এটা আমাদের জন্য নিরাপদ না”। তিনি আরও বলেন, “এটা শুধুমাত্র ঘৃণার আগুন ছড়িয়ে দিবে”।
এদিকে গতকাল শনিবার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশসমুহ হতে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিসিদ্ধ করার প্রতিবাদে সান ফ্রান্সিস্কো ইন্টারন্যাশনাল বিমানবন্দরেও কমপক্ষে ১০০ জন লোক প্রতিবাদ জানায় বলে, জানা গেছে এলএ টাইমসের প্রকাশিত খবরে। তাদের প্রকাশিত খবরে বলা হয় অন্তত ১০-১৫ জন এটর্নিকেও দেখা যায় বিমানবন্দরে।
তাছাড়া, আটককৃত যাত্রিদের আইনি সহায়তা করার জন্য এটর্নীরা ব্র্যাডলি টার্মিনালে একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অফিসের বাইরে স্থাপন করা.
এদিকে গতকাল লস অ্যাঞ্জেলেস মেয়র এরিক Garcetti বিমানবন্দরে শান্তিপূর্ণ প্রতিবাদের সমর্থনে একটি বিবৃতি দেন বলে জানা যায়। তবে মেয়র বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বানও জানন।
একটি বিবৃতিতে Garcetti জানায়, “কংগ্রেসের দীর্ঘ ৫০ বছরেরও বেশি আগে জাতীয়তা দ্বারা অভিবাসীরা নিষিদ্ধ ঘোষিত হওয়ার বিষয়টি বাতিল করে দিয়েছে। কেননা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা তাই বলে যে এটা আমাদের জন্য নিরাপদ না”। তিনি আরও বলেন, “এটা শুধুমাত্র ঘৃণার আগুন ছড়িয়ে দিবে”।