লস এঞ্জেলেস

আবে’র নতুন কমিটির অভিষেক সম্পন্ন

আমেরিকান এসোসিয়েশন অব  বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস (AABEA) এর সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার ডায়মন্ড বার সেন্টারে এক ঝমকালো আয়োজনে এই অভিষেক অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট জাবেদ মাসুদ। নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ডা. ইউনুস রাহি। অভিষেক বক্তার বক্তব্য দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইফুল হক।



প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যালট্রেন্স ডিস্ট্রিক্ট-৮ এর ডিরেক্টর জন বুলিনস্কি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লস এঞ্জেলেসে বাংলাদেদেশের কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা, ফেইসবুকের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ফারহানা হক, প্রগ্রেস গ্রুপ, ঢকার এমডি মোহাম্মদ আল আমীন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারহানা কাজী।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন শিল্পী রিজিয়া পারভিন।

আবে’র নবনির্বাচিত কমিটি
প্রেসিডেন্ট : সাইফুল হক, জমসেদ আলম হায়দার (প্রেসিডেন্ট ইলেক্টেড), সেক্রেটারি : শারমীন শাহরিয়ার, কোষাধ্যক্ষ : খন্দকার করিম, সদস্য : সোহেল উদ্দিন আহমদ, মোহাম্মদ মুহিবুর রইস, মোহাম্মদ আরিফ ইফতেখার, নাবিল হক, রুহুল আমিন ভূঁইয়া, ফারহানা হক সুমি, জাফর আহমদ।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি