গত কয়েক সপ্তাহ ধরে কয়েকটি শহরে ইমিগ্রেশন ও কাস্টমস পুলিশ অবৈধ অভিবাসীদের সুইপ(sweep) করছে বলে জানায় সিবিএস নিউজ। তবে, ইমিগ্রেশন কর্মকর্তারা বলছে, যেসকল অবৈধ অভিবাসী অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত শুধুমাত্র তাদেরকেই জড়ো করছে পুলিশ।
এদিকে নিউইয়র্ক সিটি থেকে লস এঞ্জেলেস পর্যন্ত অভিবাসী রেইডের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন বয়সের লোকজন।
চলতি সপ্তাহে লস এঞ্জেলেসের ১৬১ জন অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন এজেন্টরা। লস এঞ্জেলেস ইমিগ্রেশন ও কাস্টমস পুলিশের ডিরেক্টর ডেভিড মেরিনের দেওয়া বক্তব্য অনুযায়ী, গ্রেফতার হওয়া অভিবাসীর অনেকেই অপরাধের সাথে জড়িত।
লস এঞ্জেলেস মেয়র এরিক Garcetti ইমিগ্রেশন পুলিশের চলমান অপারেশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে। ইমিগ্রেশন আইন কার্যকর করার ক্ষেত্রে পুলিশ সাহায্য করবে না বলে ঘোষণা দেওয়া যুক্তরাষ্ট্রের অনেকগুলো শহরের মধ্যে লস এঞ্জেলেস একটি।
এদিকে নিউইয়র্ক সিটি থেকে লস এঞ্জেলেস পর্যন্ত অভিবাসী রেইডের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন বয়সের লোকজন।
চলতি সপ্তাহে লস এঞ্জেলেসের ১৬১ জন অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন এজেন্টরা। লস এঞ্জেলেস ইমিগ্রেশন ও কাস্টমস পুলিশের ডিরেক্টর ডেভিড মেরিনের দেওয়া বক্তব্য অনুযায়ী, গ্রেফতার হওয়া অভিবাসীর অনেকেই অপরাধের সাথে জড়িত।
লস এঞ্জেলেস মেয়র এরিক Garcetti ইমিগ্রেশন পুলিশের চলমান অপারেশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে। ইমিগ্রেশন আইন কার্যকর করার ক্ষেত্রে পুলিশ সাহায্য করবে না বলে ঘোষণা দেওয়া যুক্তরাষ্ট্রের অনেকগুলো শহরের মধ্যে লস এঞ্জেলেস একটি।