গতকাল সিটি কাউন্সিল লস এঞ্জেলেসে গাড়িতে বসবাস করা গৃহহীন মানুষদের পার্কিং টিকেট জরিমানা পরিশোধ করতে একটি বিকল্প ব্যবস্থা করার কথা ঘোষণা করলেন বলে জানায় এলএটাইমস। এলএটাইমস প্রকাশিত খবরে জানা যায়, শীঘ্রই বিকল্প ব্যবস্থাটি করা হবে বলে জানায় লস এঞ্জেলেস সিটি কাউন্সিল।
লস এঞ্জেলেস গৃহহীন সার্ভিসেস অথরিটির দেওয়া তথ্য মতে, শুধুমাত্র লস এঞ্জলেস সিটিতে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ৭,০০০ হাজার। এবং তাদের বেশিরভাগই রাতে ঘুমানোর জন্য গাড়ি পার্কিং সাইটগুলোতে জড়ো হয় বলে, জানায় হোমলেস অথরিটি।
অবশ্য, চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত পূর্বের জারি করা কঠোর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
লস এঞ্জেলেস গৃহহীন সার্ভিসেস অথরিটির দেওয়া তথ্য মতে, শুধুমাত্র লস এঞ্জলেস সিটিতে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ৭,০০০ হাজার। এবং তাদের বেশিরভাগই রাতে ঘুমানোর জন্য গাড়ি পার্কিং সাইটগুলোতে জড়ো হয় বলে, জানায় হোমলেস অথরিটি।
অবশ্য, চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত পূর্বের জারি করা কঠোর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।