লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আমেরিকার মুসলিমদের পক্ষে র‍্যালি

গতকাল লস এঞ্জেলেসের কোরিয়াটাউনে বিভিন্ন কমিউনিটির শতাধিক লোক একসাথে জড়ো হয়ে আমেরিকান মুসলিমদের প্রতি ভ্রাতৃত্ব ও একতা প্রকাশ করে। পরে উপস্থিত সকলে একটি র‍্যালিতে অংশগ্রহণ করে, বলে জানা যায় Abc7 প্রকাশিত সংবাদে। 
  আমেরিকান মুসলিমদের পক্ষে অবস্থান নেওয়া শান্তিকামী লোকজন সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারের নিকটে ভারমন্ট এভিনুয়ের থার্ড স্ট্রীটে মিলিত হয়। মুসলিম পাবলিক অ্যাফেয়ারস কাউন্সিল ও ১৫টি ধর্মীয় সংগঠনের অংশগ্রহণে আয়োজিত হয় র‍্যালিটি। 

তাছাড়া, উক্ত র‍্যালির বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র Antonio Villaraigosa, অভিনেতা Mike Farrell ও Edward Ja