লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে জাতির জনকের জন্মদিন পালিত

গতকাল ১৬ মার্চ বৃহস্পতিবার লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর ৯৮ তম জন্মদিন পালিত হয়। 



যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, ক্যালিফোর্নীয়া শাখা আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর স্নেহভাজন ছাত্রনেতা জনাব সাঈদুর রহমান প্যাটেল, ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদসস্য সাজেদা বেগম।



অনুষ্ঠানের শুরুতে আব্দুর রব মিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক তাওয়াজ্জুল কাজলের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যীশু দাসগুপ্ত, শাহ আলম, কম্যুনিটী এক্টীভিষ্ট মোহাম্মাদ আক্তার মিয়া, ক্যালিফোর্নীয়া ষ্টেট ছাত্রলীগ সভাপতি শওকাত চৌধুরী, সাংবাদিক মামুন লস্কর, মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে শাহানা পারভিন, কম্যুনিটি সংগঠক ইশতিয়াক চিশতি, ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ডাঃ রবী আলম, ভাইস প্রেসিডেন্ট মিজান শাহিন, অনুষ্ঠানের বিশেষ অতিথি সাজেদা বেগম ও প্রধান অতিথি জনাব সাঈদুর রহমান প্যাটেল। বক্তাগণ প্রায় সকলেই বঙ্গবন্ধুর জীবন ও  কর্মের নানা দিক নিয়ে আলোকপাত করে বক্তব্য দেন।  অনুষ্ঠানে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি কম্যুনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, কম্যুনিটী সংগঠক, ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামীলীগের সকল অংগসংগঠন, সহযোগী সংগঠনসহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিল।  অনুষ্ঠানের সভাপতি শফিকুর রহমান আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


  
সবশেষে সমবেত সকলে মিলে কেক কাটার মধ্য দিয়ে  বঙ্গবন্ধুর জন্মদিন কর্মসূচীর সমাপ্তি ঘটে। 

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন অনুষ্ঠানে স্বতস্ফুর্ত উপস্থিতিতির মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য দলের সাধারণ সম্পাদক ডাঃ রবী আলম সকলকে ধন্যবাদ জ্ঞপন করেন।


এলএবাংলাটাইমস/প্রেস বিজ্ঞপ্তি/এলআরটি