লস এঞ্জেলেস

লসএঞ্জেলেসে সেচ্ছাসেবলীগের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালিত

লসএঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী সেচ্ছাসেবলীগের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। ক্যালিফোর্নিয়া সেচ্চাসেবকলীগ সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন মুস্তাইন দ্বারা বিল্লাহ ৷ বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া এস্টেট আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল মালেক,মোমিনুল হক বাচ্চু, ক্যালিফোর্নিয়া আওয়ামিলীগের সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, লসএঞ্জেলেস সিটি আওয়ামিলীগের সাবেক সভাপতি জাকির খান ও মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ৷



আব্দুল হকের কোরান তেলায়াত, দোয়া মাহফিল এবং শহীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া আওয়ামী সেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক মিজান আজাদ ও যীশু বড়ুয়ার যৌথ সঞ্চালনে,জাতীয় গণহত্যা দিবসের উপর বক্তব্য রাখেন এইচ এম ইলিয়াস,সাংবাদিক মামুন লস্কর,সাংবাদিক কাজী মশরুল হুদা,কমিউনিটি সংগঠক সামসুল ইসলাম,কাজী ভাই,মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,মিজানুল বাবুল,সোহেল রহমান বাদল,জাকির খান,মুক্তিযোদ্ধা কমান্ডার সর্দার আব্দুল খালেক,মুস্তাইন দ্বারা বিল্লাহ শফিকুর রহমান প্রমুখ ৷



জাতীয় গণহত্যা দিবসের উপর আলোচনার পাশাপাশি সেচ্ছসেবকলীগ গঠনে নেপথ্যে ভূমিকা পালনকারী জনাব ফিরোজ আলম সেচ্ছাসেবকলীগের আগামী দিনের পরিকল্পনার উপর বিশেষ আলোকপাত করেন ৷ দেশাত্তবোধক গান ও গণসংগীত পরিবেশন করেন আবুল কালাম আজাদ ও নাজিব হাসান ৷ তাদের গান শ্রোতাদের মুগ্ধ করেন ৷ গণহত্যার উপরক কবিতা আবৃতি করে শোনান বিলকিস বেগম ৷ ধন্যবাদ বক্তব্য দেন এলিজা হাসান ৷

সমাপনী বক্তব্যে সেচ্ছাসেবলীগের সভাপতি জনাব শাহ আলম চৌধুরী আগামীর পথচলায় এবং মুক্তিদ্ধের আদর্শের বাঙালি কমিউনিটি গঠনে সবার সহযোগিতা কামনা করে দিবসটির সমাপ্তি টানেন ৷ জাতীয় গণহত্যা দিবসে কমিউনিটিতে একাধিক কর্মসূচি থাকা সত্ত্বেও নগঠিত সেচ্ছসেবকলীগ আয়োজিত জাতীয় গণহত্যা দিবসে প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিল ৷


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি