লস এঞ্জেলেস

চির নিদ্রায় শায়িত হলেন Gary Austin

দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর শনিবার মারা গেলেন লস এঞ্জেলেস Groundlings Theatre’র প্রতিষ্ঠাতা Gary Austin।
 সন্ধ্যায় তাঁকে শেষ বিদায় জানাতে থিয়েটারে ভিড় করে Gary’র অসংখ্য শিক্ষার্থী। শিক্ষার্থীরা ৭৫ বছর বয়সী Gary’র মেধা ও তাঁর শিক্ষাদানের নানা দিক নিয়ে আলোচনা করেন। বর্তমান সমাজে তাঁর নানা গুরুত্বের কথাও তুলে ধরেন কেও কেও।  

Groundlings থিয়েটারের শিক্ষক ও পরিচালক Annie Sertich বলেন,“Gary খুবই উদ্যমী ছিল। আর এই কারণেই আমরা সকলে এখানে আছি। তাঁর চলে যাওয়া আমাদের সমাজের জন্য একটি অনেক বড় ক্ষতি”।