গতকাল বিকাল প্রায় ৫ টার দিকে সাউথ লস এঞ্জেলেসের এলিমেন্টারি স্কুলের সামনে গাড়ির ভিতরে এক লোক গুলিবিদ্ধ হয়। পরে স্কুলের একজন কর্মচারী ৯১১ নম্বরে কল করে পুলিশকে রিপোর্ট করেন বলে জানানো হয়।
লস এঞ্জেলেস পুলিশ জানায়, সাউথ পার্কের নিকটে উডল্যান্ড এভিনুর ৫২ নং ষ্ট্রীটে ঘটনাটি ঘটেছে। পরে আহত অবস্থায় লোকটিকে হাসপাতাল নেওয়া হয়। তবে তার অবস্থা খুবই আশংকাজনক।
সন্দেহভাজন অভিযুক্ত পলাতক রয়েছে। তার বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায় নি। এমনকি ঘটনাটিতে কোন গ্যাং জড়িত কিনা তাও জানা যায় নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্তচলছিল।
লস এঞ্জেলেস পুলিশ জানায়, সাউথ পার্কের নিকটে উডল্যান্ড এভিনুর ৫২ নং ষ্ট্রীটে ঘটনাটি ঘটেছে। পরে আহত অবস্থায় লোকটিকে হাসপাতাল নেওয়া হয়। তবে তার অবস্থা খুবই আশংকাজনক।
সন্দেহভাজন অভিযুক্ত পলাতক রয়েছে। তার বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায় নি। এমনকি ঘটনাটিতে কোন গ্যাং জড়িত কিনা তাও জানা যায় নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্তচলছিল।