লস এঞ্জেলেস

উৎসব মুখর পরিবেশে লস এঞ্জেলেসে বিজয় মেলা ও র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে স্বত:স্ফুর্ত ও উৎসবমুখর পরিবেশে লস এঞ্জেলেসে এক বিজয় মেলা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ডিসম্বের শনিবার শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে বর্নাঢ্য আয়োজনে এই মেলা ও র‌্যালি সম্পন্ন হয়।দুপুরে বের করা র‌্যালিতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বাহারী প্লাকার্ড নিয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী সর্বস্তরের বাংলাদেশীরা। সবাই নিজ নিজ গাড়ি নিয়ে অংশ নেয়ায় এক বিশাল মোটর শোভাযাত্রায় রূপ নেয় র‌্যালিটি। র‌্যালিটি লস এঞ্জেলেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। র‌্যালির সার্বিক তত্ত্বাধানে ছিল লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট।এরপর বিকেল বিকেল ৫ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিজয় মেলা। মেলায় ছিল শিশুদের মন মাতানো বিজয়ী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন ধরনের দেশাত্ববোধক গান, নৃত্য ও নানা পরিবেশনায় মুখরিত হয়ে উঠে শ্যাটো রিক্রিয়েশন সেন্টারের হল রুম। বাংলাদেশী প্রবাসীদের এক বিশাল মিলনমেলায় পরিনত হয় অনুষ্টানটি। সবাই খুব উপভোগ করে এই আয়োজন। তখন কানায় কানায় পূর্ণ ছিল হলের পুরো অংশ। এছাড়া মেলায় ছিল নানা পদের দেশীয় খাবার ও ছেলে-মেয়েদের নানা রকমের দেশী পোশাকের স্টল। যা আরো উপভোগ্য করে তুলে মোলাকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন  করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খ্যাতনামা শিল্পী কাদেরী কিবরিয়া এবং স্থানীয় গণ্যমান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। তাদেরকে মঞ্চে তোলা হলে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় মুক্তিযোদ্ধারা সবার সামনে যুদ্ধের অভিজ্ঞতা বিভিন্ন স্মৃতি বর্ণনা করেন।