গতকাল রাতে ক্যালিফোর্নিয়ার
ওয়েস্ট হলিউডে সড়ক দুর্ঘটনায় ৩ পথচারী আহত হন বলে জানান লস এঞ্জেলেস ফায়ার বিভাগের
কর্মকর্তারা। দুর্ঘটনাটি ঘটে হাজার হাজার মানুষের অংশগ্রহনে লস এঞ্জেলেস প্রাইড
ফেস্টিভাল শেষ হওয়ার কিছুক্ষণ পর।
ওয়েস্ট হলিউডের La Peer Drive, 600 block দুর্ঘটনাটি ঘটে। সাদা রঙের একটি মার্সিডিজ বেঞ্জের গাড়ির ধাক্কায় আহত হন ঐ তিন পথচারী। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
ওয়েস্ট হলিউডের La Peer Drive, 600 block দুর্ঘটনাটি ঘটে। সাদা রঙের একটি মার্সিডিজ বেঞ্জের গাড়ির ধাক্কায় আহত হন ঐ তিন পথচারী। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।