লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে সনাতন বেঙ্গলী সোসাইটির শারদীয় দূর্গোৎসব ২২,২৩,২৪ সেপ্টেম্বর

লস এঞ্জেলেসে প্রতি বছরের মত এবারও সনাতন বেঙ্গলী সোসাইটির উদ্যেগে জাঁকজমকভাবে এবং যথাযথ ধর্মীয় মর্যাদায়, সার্বজনীন শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

লস এঞ্জেলেসের অদূরে নরওয়াক শহরের, ১৫৪১৫ পায়োনিয়ার বুলেভাডে (15415 Pioneer Bl, Norwalk,Ca 90650) আগামী ২২, ২৩ এবং ২৪ শে সেপ্টেম্বর দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সনাতন বেঙ্গলী সোসাইটি সাংস্কৃতিক গোষ্ঠীর মনোজ্ঞ পরিবেশনা দিয়েই তিন দিন ব্যাপি পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা ঘটবে। এবারের পূজার প্রধান আকর্ষণ হিসাবে থাকছে সা রে গা মা আর বলিউডের জনপ্রিয় শিল্পী বিশ্বজিত বরওয়ানকর এবং পারুল মিশ্রের সংগীত সন্ধ্যা। এছাড়াও থাকছে শিশু  কিশোরদের ট্যালেন্ট শো, ঐতিহ্যবাহী সিঁদুর খেলা, পূজার ঢাক ও নাচ। আর পূজার তিনদিনই থাকবে আপ্যায়ন এবং আরো অনেক আকর্ষণীয় আয়োজন। সনাতন বেঙ্গলী সোসাইটির পক্ষ হতে সবাইকে শারদীয় দূর্গোৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

শারদীয় পূজার বিস্তারিত তথ্য নিম্নোক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। www.sanatanbengalisociety.org

এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি