লস এঞ্জেলেস

গণতন্ত্র হত্যা ও কালো দিবস' পালন করেছে ক্যালিফোর্ণিয়া বিএনপি

গত ৫ই জানুয়ারী সোমবার 'গণতন্ত্র হত্যা ও কালো দিবস' দিবস পালন করেছে ক্যালিফোর্ণিয়া বিএনপি। লস এঞ্জেলেস ডাউনটাউনের নিকটে একটি অভিজাত দেশীয় রেষ্টুরেন্টে আয়োজিত এই সমাবেশে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ছাড়াও বিএনপি'র বিপুল সংখ্যক নেতা-কর্মীগণ উপস্হিত ছিলেন।সভাপতি মো.আ.বাছিত বলেন, দেশের জনগণ আজ হাসিনার পদত্যাগ চায়। বিএনপি'র জনপ্রিয়তায় ভয় পেয়ে অবৈধ এই সরকার এখন নিজেই সহিংস হয়ে উঠেছে, দেশকে ঠেলে দিচ্ছে অরাজক পরিস্হিতির মুখে। বিএনপি'কে সভা-সমাবেশ করার অনুমতি দিতে হবে, নইলে হাসিনার পদত্যাগ করার আগে নেতা-কর্মীরা ঘরে ফিরবেনা, রাজপথ ছাড়বেনা। আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। তাই দেশের জনগণ বিএনপি'র সঙ্গে রয়েছে।সভায় ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম, সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীন, যুগ্ম-সম্পাদক এম ওয়াহিদ রহমান, প্রচার সম্পাদক সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ খান -সহ বিএনপি'র কেন্দ্রীয় অনেক নেতারাই কর্মী বাহিনীসহ সভায় উপস্হিত ছিলেন। সভায় বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র কার্যালয়ে মোতায়েন করা পুলিশ প্রত্যাহার ও অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌ-রেল ও সড়ক অবরোধ সফল করার পক্ষে বক্তব্য রাখেন। জেল-জুলুম ও অত্যাচার উপেক্ষা করে আন্দোলন সফল করার জন্য দেশের নেতা-কর্মীদের সংগ্রামী অভিনন্দনও জানান তারা। সারাদেশে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপি'র সকল নেতা-কর্মীদের চুড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত সর্বাত্নক আন্দোলন চালিয়ে যাবার জন্য আহবান জানানো হয়।