লস এঞ্জেলেস

রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশের রংপুরে হিন্দুদের উপর হামলাকে পরিকল্পিত বলে আখ্যায়িত করেছে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি। লস এঞ্জেলেসে সভা ও মানববন্ধন করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। 

অমর হালদারের সভাপতিত্বে, পংকজ দাসের পরিচালনায় এবং বিপুল চৌধুরীর উপস্থাপনায় প্রতিবাদ সভায় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সকল ধর্মের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী লিটল বাংলাদেশের কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সবধরনের ক্ষতিপুরনসহ দোষীদের দৃষ্টান্তমূলক স্বাস্তী প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জনান।

প্রতিবাদ সভায় উপস্থিত অনেকের মধ্যে প্রতিবাদী বক্তব্য রাখেন শ্রীনাথ বন্ধু বিশ্বাস, ফারুক খান, অসীম কুমার দাম, ডাঃ রবি আলম, হাবিবুর রহমান ইমরান, আলমগীর হোসেন, আশীষ নাথ, বাবুল হোসেন, আবু হানিফা, সাইফুল চৌধুরী, মিঠুন চৌধুরী, শংকর সরকার, নেপাল পাল, শ্যামল মজুমদার, নিত্যানন্দ কর্মকার, জাহিদ হাসান পিন্টু সহ আরও অনেকে। প্রধান বক্তা হিসেবে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডঃ সুকৃত মুখার্জি।

এতো অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ জনানোর জন্য সভাপতি অমর হালদার সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যেত যেন এধরনের সন্ত্রাসী ধটনা আর না ঘটে তার জন্য বাংলাদেশের জনগন ও সরকারের প্রতি সজাগ দৃষ্টি রাখার জোর দাবী জনান।
উল্লেখ্য, ফেসবুকে ইসলাম ধর্মকে কটূক্তি করে পোস্ট করার অভিযোগ এনে গত ৫ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের স্থানীয় আলমগীর নামে এক ব্যবসায়ী গঙ্গাচড়া থানায় আইসিটি আইনে এ মামলা দায়ের করেন।  এ নিয়ে গত ১০ নভেম্বর (শুক্রবার) ঠাকুরবাড়ি গ্রামে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরসহ লুটপাট করা হয়।