লস এঞ্জেলেস

San Fernando Valley তে ভয়াবহ দাবানল, উদ্বাস্তু ১ লক্ষের বেশি বাসিন্দা

গত মঙ্গলবার রাত ৪ টার দিকে Sylmar’এর পাদদেশ থেকে এক প্রলয়ঙ্করী দাবানল শুরু হয়। দমকা বাতাসে প্রচণ্ড গতিতে পুরো এলাকায় ছড়িয়ে এই অপ্রতিরোধ্য দাবানল। বাতাসের গতি বেশি থাকায় অগ্নিনির্বাপক কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে আনতে খুব একটা সুবিধা করে উঠতে পারে নি। গত দুই দিনের আগ্রাসী এই দাবানলে San Fernando Valley’ র ১ লক্ষেরও বেশি বাসিন্দা উদ্বাস্তু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।    

প্রলয়ঙ্করী এই দাবানলে ১২ হাজার ৬০৫ একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সেইসাথে ধ্বংসস্তূপে পরিণত হয় কমপক্ষে ৩০ টি বাড়ি। অগ্নিনির্বাপক কর্মীরা প্রবল বাতাসের কারণে বাঁধার সম্মুখীন হয়। কিছু কিছু এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটারের বেশি গতিতে বাতাস প্রবাহিত হয়েছে বলে জানান, আবহাওয়া অফিস।

বেঁচে থাকতে wildland এলাকার বাসিন্দাদের গতকাল একচোখ খোলা রেখে ঘুমানোর নির্দেশ দিয়েছিলেন, লস এঞ্জেলেস কাউন্টির অগ্নিনির্বাপক প্রধান Darly Osby. সেইসাথে গতকাল রাতে বাতাসের গতিবেগ বাড়বে বলেও আশংকা প্রকাশ করেছিলেন লস এঞ্জেলেস ফায়ার বিভাগের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

ফায়ার ব্রিগেডের পাইলটরা হেলিকপ্টারের সাহায্যে অনবরত অগ্নিনির্বাপণ করার চেষ্টা করেন। বাসিন্দারা তাদের ক্ষয়ক্ষতি পরিমাপ করার চেষ্টা করছেন বলে জানান গণমাধ্যমগুলো। তবে এখনো অব্দি প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায় নি। গত দুইদিন ভয়াবহ দাবানলে পাহাড়ের পাদদেশের বাসিন্দাদের চোখে ঘুম ছিল না। আগ্রাসী এই তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি