মধ্যপ্রাচ্য

পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইরানের


২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জেরে রোববার তেহরান এ ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে ইরান জানিয়েছে,পারমাণবিক কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুদ, গবেষণা বা উন্নয়ন সীমিত রাখার শর্ত তারা আর মেনে চলবে না।

এদিকে, চুক্তির ইউরোপীয় পক্ষ-জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য চুক্তি মেনে চলার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।

জার্মানি বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ শুরু করলেই ইরানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে।

২০১৫ সালে পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্তে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও চীনের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৭ সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় হোয়াইট হাউজ। এরপরই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।