মধ্যপ্রাচ্য

সৌদিতে প্রথমবারের মত করোনাভাইরাস রোগী শনাক্ত


সৌদি আরবে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ইরান ভ্রমণ করেছিলেন। তাকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে এবং তার সাথে যাদের যোগাযোগ ছিল তাদের সবার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম করোনা সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে। পরে বাহরাইন, কুয়েত, লেবানন ও মালয়েশিয়াতেও করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

মঙ্গলবার পর্যন্ত সারাবিশ্বে ৩ হাজার ১১৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৯০ হাজার ৫০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪৮ হাজার মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি।