মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ৩২ ফুট লম্বা কঙ্কালের সন্ধান

সৌদি আরবে ৩২ ফুট লম্বা কঙ্কাল পাওয়া গেল।
যেটি কুরআনে বর্ণিত আদ জাতির অস্তিত্বেরপ্রমাণ। সৌদি আরবে রব-উল-খালিতে প্রাপ্ত ১০মিটার বা ৩১.৮০ ফুট … লম্বা কঙ্কালটি পবিত্রকুরআনে বর্ণিত আদ জাতির কোনো ব্যক্তির বলে মনেকরছে সে দেশের আলেম সমাজ।২০০৪ সালে বহুজাতিক জ্বালানি কোম্পানি“আরামকো” গ্যাস অনুসন্ধানের সময় কঙ্কালটি ওইএলাকার প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলোর খোঁজ পায়।জায়গাটি আবিস্কারের পরপরই সেখানে যাওয়ারউপর নিষেধাজ্ঞা আরোপ করলেও সম্পতি সৌদিসামরিক বাহিনী বেশ কিছু ছবি প্রকাশ করেছে।সেই দুলর্ভ ছবিগুলো একটু দেখুন।সৌদি আরবের আলেমদের মতে ওই প্রান্তরে পাওয়ানমুনাগুলো আদ জাতির ধ্বংসাবশেষ। পবিত্র কুরআনেএবং অন্যান সূত্রে বলা হয়েছে- আদ জাতিরলোকেরা ছিল খুবই লম্বা বিশাল ও অত্যান্তশক্তিশালী ।তারা এক হাতে বড় বড় বৃক্ষ উপড়ে ফেলতে পারত।আধুনিক ইতিহাসে যেখানে দীর্ঘতম মানুষটিরদৈঘ্য পাওয়া যাচ্ছে ৯ ফুট (২.৭৪ মিটার)।সেখানে প্রায় ৩২ ফুট লম্বা মানুষের কঙ্কালপাওয়া নাশ্চিত ভাবে পবিত্র কুরআনের সত্যতারপ্রমাণবাহী।পবিত্র কুরআনের সূরা শু’আরায় এই হুদ জাতিকে নিয়েঅনেক আয়াত নাযিল হয়েছে- আল্লাহ কুরআনে বলেন“আল্লাহ এত বিশাল আকৃতির মানুষ আর কখনোপাঠাননি”।