মধ্যপ্রাচ্য

সৌদিআরবে করোনা আক্রান্ত হয়ে ১৯৭ বাংলাদেশির মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সৌদি আরবে ১৯৭ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন।
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরবে বেশি সংখ্যক বসবাস করে। দেশটিতে এই মুহূর্তে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ১২ লাখ।

দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, সৌদি নাগরিক এবং প্রবাসী মিলে এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২৬১ জন। আর মারা গেছেন ৫০৩ জন।  এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বোচ্চ ১৯৭ জন।

দূতাবাস সূত্র আরও জানায়, দেশটিতে এখনো প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ হাজার ৬১৮ জন আক্রান্ত হন এবং মারা গেছেন ২২ জন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এমই