মধ্যপ্রাচ্য

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত শতাধিক

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত দশজনের নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক। অসমর্থিত সূত্রে দ্বিতীয় আরেকটি আরও বড় বিস্ফোরণের কথাও বলা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান, প্রচুর মানুষ হতাহত এবং বড়ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।


বৈরুত বন্দর এলাকা থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, প্রথম বিস্ফোরণ স্থল থেকে ধোঁয়ার কুন্ডলি উঠছে। টুইটারে অনেকে মোবাইল ফোন তোলা প্রচণ্ড বিস্ফোরণের ভিডিও শেয়ার করছেন। 

টুইটারে পোস্ট করা ভিডিওর সাথে বলা হয়েছে তারা বিস্ফোরণ স্থল থেকে ১০ কিমি দূরে থাকেন এবং বিস্ফোরণে তাদের ভবনের কাঁচ ভেঙে গেছে। এরপর আরেকটি আরও বড় বিস্ফোরণের ধোঁয়ায় আশপাশের বেশ কিছু ভবন ঢেকে গেছে বলে দেখা যাচ্ছে।

হাসপাতাল আহতদের ভিড়ে উপচে পড়েছে বলে বলা হচ্ছে। দমকল কর্মীরা অনেকগুলো আগুন নেভাতে হিমশিম খাচ্ছে।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় কিছু রিপোর্টে বলা হচ্ছে, এটি একটি দুর্ঘটনাও হতে পারে এবং আতসবাজির এক গুদাম থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা বন্দর এলাকায় তাদের ভাষায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার খবর দিয়েছিল।

অন্য বিস্ফোরণটি বৈরুত শহরের অন্য একটি এলাকায় লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরির বাসভবনে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিস্ফোরণ এমন এক সময় ঘটলো যখন রাফিক হারিরিকে হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে এ সপ্তাহেই।






এলএ বাংলা টাইমস/এম