মধ্যপ্রাচ্য

সৌদি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার পরিকল্পনার অভিযোগ প্রিন্সের বিরুদ্ধে

সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা ড. সাদ আলজাবরি অভিযোগ করেছেন, সৌদি প্রিন্স মোহাম্মাদ বিন সালমান তাকে হত্যা করার জন্য কানাডায় আততায়ী দল পাঠিয়েছিলেন। 


সৌদি কলামিস্ট জামাল খাশোগিকে হত্যার কয়েকদিন পরেই তাকে হত্যার জন্য একটি দল পাঠানো হয় বলে অভিযোগ করেছেন আলজাবরি। ওয়াশিংটন ডিসির ডিসট্রিক্ট আদালতে আলজাবরি এই অভিযোগ করেন। খাশোগি হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই ব্যক্তির নামও তিনি উল্লেখ করেন।

হোয়াটস অ্যাপ মেসেজে সালমান তাকে একাধিকবার সৌদি আরবে ফেরত আসার জন্য বলেন বলে জানান আলজাবরি।

আলজাবরি বলেন, সৌদি আরবে আসার অনুরোধ তিনি ফিরিয়ে দিলে প্রিন্স তাকে বলেন যে তারা “সকল সম্ভাব্য ব্যবস্থা নেবেন” এবং হুমকি দেন এই বলে, “যে পদক্ষেপ নেব তা তোমার জন্য ক্ষতিকর হবে”।

আলজাবরির সন্তানদের সৌদি আরব ত্যাগের ব্যাপারেও সালমান নিষেধাজ্ঞা আরোপ করেন। 

সৌদি সরকার, যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি দূতাবাস ও প্রিন্স সালমানের প্রতিষ্ঠান এখন পর্যন্ত এই অভিযোগের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 






এলএ বাংলা টাইমস/এমকে