মধ্যপ্রাচ্য

ইসরায়েল-আমিরাত চুক্তিকে স্বাগত জানালো জাতিসংঘ

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 


এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, “মহাসচিব এ চুক্তিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করছেন, এটি ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের জন্য পুনরায় অর্থবহ  আলোচনা শুরু করার সুযোগ তৈরি করবে। যার ফলে জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনা, আন্তর্জাতিক আইন এবং দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী দ্বি-রাষ্ট্রীয় সমাধান আসবে।”

বিবৃতিতে বলা হয়, মহাসচিব সংলাপ, শান্তি ও স্থিতিশীলতার জন্য আরও সম্ভাবনা খুলতে সব পক্ষের সাথে কাজ চালিয়ে যাবেন।

ট্রাম্প এবং নেতানিয়াহু বৃহস্পতিবার পৃথকভাবে ঘোষণা করেছেন যে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্থাপনে একমত হয়েছে। ইসরায়েল তাদের ভূমি সম্প্রসারণের পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখবে এমন প্রতিশ্রুতির বিনিময়ে চুক্তিটি করা হয়েছে।

ইসরায়েলের সঙ্গে এর আগে কেবল মাত্র দুটি আরব রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক হয়েছে। প্রথমটি মিশরের সঙ্গে, ১৯৭৯ সালে। দ্বিতীয়টি জর্ডানের সঙ্গে, ১৯৯৪ সালে।





এলএ বাংলা টাইমস/এমকে