মধ্যপ্রাচ্য

ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে পারে বাহরাইন-ওমানও

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর ঐতিহাসিক শান্তিচুক্তির পর বাহরাইন এবং ওমানও এ পথে হাঁটতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী এলি কোহেন।


রবিবার ইসরায়েলি এই মন্ত্রী বলেন, “এ চুক্তির (আমিরাতের সঙ্গে) পথ ধরে আরও কিছু চুক্তি হবে। উপসাগরীয় অঞ্চলের আরও দেশ এবং আফ্রিকার মুসলিম দেশগুলো এই চুক্তি করতে পারে।”

“আমি মনে করি বাহরাইন এবং ওমান এখন নিশ্চিতভাবেই এ পরিকল্পনায় আছে। তাছাড়া আমার মনে হয়, আগামী বছর আফ্রিকার আরও কিছু দেশের সঙ্গে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে সবার প্রথমেই আছে সুদান।”

বাহরাইন এবং ওমান উভয়ই যুক্তরাষ্ট্রের উদ্যোগে হওয়া এই শান্তিচুক্তির প্রশংসা করে একে স্বাগত জানিয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে দেশ দুটি এখনও কোনও মন্তব্য করেনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত দুই বছরে ওমান এবং সুদানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ২০১৮ সালের অক্টোবরে ওমান সফর করেছিলেন তিনি।

রবিবার মন্ত্রিসভার মন্ত্রীদেরকে নেতানিয়াহু বলেন, “আমি আশা করি আরও দেশ শান্তির এই পথ পরিক্রমায় আমাদের সঙ্গে যোগ দেবে।” 






এলএ বাংলা টাইমস/এমকে